Connect with us

Jamjamat

অনুদানের সিনেমা নিয়ে অনিয়ম, গ্রেফতার টোকন ঠাকুর

চলচ্চিত্র

অনুদানের সিনেমা নিয়ে অনিয়ম, গ্রেফতার টোকন ঠাকুর

২০১২-১৩ অর্থবছরে ‘কাঁটা’ নামের একটি সিনেমা নির্মাণের জন্য অনুদান পান কবি ও নির্মাতা টোকন ঠাকুর। সময় মতো সে সিনেমা বানিয়ে মুক্তি না দেয়ায় তার বিরুদ্ধে সরকারি সম্পত্তি তছরুপের মামলা হয়েছে। সরকারবাদী সেই মামলায় রোববার (২৫ অক্টোবর) তাকে গ্রেফতার করেছে রাজধানীর নিউমার্কেট থানার পুলিশ। নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ ম কাইয়ুম বলেন, টোকন ঠাকুরের বিরুদ্ধে সিএমএম কোর্টে একটি মামলা ছিল। আদালত থেকে পাওয়া গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাকে রবিবার গ্রেপ্তার করা হয়েছে। আজ সকালে টোকন ঠাকুরকে আদালতে প্রেরণ করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

জানা গেছে, কথা সাহিত্যিক শহীদুল জহিরের ছোটগল্প ‘কাঁটা’ অবলম্বনে একই শিরোনামে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য ২০১২-১৩ অর্থবছরের সরকারি অনুদান পেয়েছিলেন টোকন ঠাকুর। অনুদানের অর্থ গ্রহণের নয় মাসের মধ্যে ছবি মুক্তি দেওয়ার নিয়ম থাকলেও আট বছরেও তা সম্পন্ন করতে পারেননি তিনি। ছবি নির্মাণ শেষ করতে কিংবা অর্থ ফেরত চেয়ে একাধিকবার তাকে চিঠি পাঠিয়েও কোনও উত্তর না পাওয়ায় তার বিরুদ্ধে ২০১৬ সালে জেলা প্রশাসকের কার্যালয়ে মামলা দায়ের করেছিল তথ্য মন্ত্রণালয়। সে মামলায় রবিবার তাকে গ্রেফতার করা হয়। শুধু টোকন ঠাকুরই নয় এ রকমই অনেকেই অনুদানের সিনেমা নিয়ে দীর্ঘদিন ধরে অনিয়ম করে আসছে। তাঁরা থেকে যাচ্ছেন লোকচক্ষুর আড়ালে।

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

More in চলচ্চিত্র

To Top