Connect with us

Jamjamat

ময়ূর বেশে নেমে এলেন পরী

চলচ্চিত্র

ময়ূর বেশে নেমে এলেন পরী

পাঁচ তারকা হোটেলের বলরুমটি যেন এক টুকরো সবুজ অরণ্য! চারদিক সবুজে ভরপুর। দেখেই চোখের শান্তি লাগছে! ঘড়ির কাটায় ১০টা হতে চললো। হঠাৎ যেন আকাশ দেখে নেমে এলেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। ডানাকাটা পরীর গায়ে ঝুলছিল ময়ূরীর পালক। সবুজ গাউনে নিজেকে ময়ূরী সাজিয়ে উপস্থিত সবাইকে চমকে দিয়েছেন লাস্যময়ী এই চিত্রনায়িকা। তাকে দেখে একেবারে ময়ূরীই মনে হচ্ছিল! প্রতিবারের মতো এবারও রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে নিজের জন্মদিন অনুষ্ঠানের আয়োজন করেন পরী। শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় আয়োজিত এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানান মিডিয়ার ঘনিষ্ঠ বন্ধু ও সহকর্মীদের।

প্রত্যেক জন্মদিনে পরীমনি আলাদা একটি রঙ বেছে নেন অনুষ্ঠান রাঙাতে। এবার তার থিম ছিল সবুজ। বলরুম, স্টেজ কিংবা আমন্ত্রিত অতিথিরাও এসেছেন সবুজ গায়ে জড়িয়ে। পরী নিজেও পরেছেন সবুজ রঙয়ের বিশেষ গাউন। পরীমনি শেষ করেছেন ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার শূটিং। শীঘ্রই শূটিং শুরু করবেন ইফতেখার শুভর সরকারি অনুদানের সিনেমা ‘মুখোশ’। মুক্তির অপেক্ষায় আছে চয়নিকা চৌধুরী পরিচালিত ‘বিশ্বসুন্দরী’।

Click to comment

Leave a Reply

More in চলচ্চিত্র

To Top