Connect with us

Jamjamat

নতুন বিজ্ঞাপনে রিয়াজ-আরশি

চলচ্চিত্র

নতুন বিজ্ঞাপনে রিয়াজ-আরশি

জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজের সঙ্গে প্রথমবারে মতো কাজ করলেন চিত্রনায়িকা আরশি হোসাইন। একটি বিজ্ঞাপন চিত্রের জন্য প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়ালেন তাঁরা। সাথে আরও ছিলেন শিশু শিল্পী সাদ। সম্প্রতি এফডিসিতে থাই বেবী ডায়াপারের এই বিজ্ঞাপনটির শুটিং হয়। এটি নির্মাণ করেছেন মনিরুল ইসলাম সোহেল। আরশি বলেন, প্রথমবার রিয়াজ ভাইয়ের সঙ্গে কাজ করলাম। কাজ করতে গিয়ে বেশ ভালো লেগেছে। রিয়াজ ভাই আমার পছন্দের একজন নায়ক। তার অনেক ছবি দেখেছি। তাঁর সাথে কাজ করতে পেরে ভালো লাগছে। আশা করি এই বিজ্ঞাপনটি একটি ভালো কাজ হয়েছে।

রিয়াজ বলেন, বিজ্ঞাপনটি করে বেশ ভালো লেগেছে। এখানে ডাক্তারের চরিত্রে অভিনয় করেছি। এর আগে একই কোম্পানির বিজ্ঞাপনে মৌসুমীর সঙ্গে জুটি বেঁধেছিলাম। এবার আরশির সঙ্গে জুটি বেঁধে কাজ করলাম। বেশ ভালো একটি কাজ হয়েছে। আরশি বর্তমানে রোহিঙ্গা, কোভিন-১৯ ও সবুজ ছায়া ছবিতে কাজ করছেন। জানা গেছে, বিজ্ঞাপনটি গল্প ভিত্তিক। ৩০ সেকেণ্ড ব্যাপ্তির। ১০ নভেম্বর থেকে দেশের সকল টিভি চ্যানেলে এটি প্রচার হবে।

Click to comment

Leave a Reply

More in চলচ্চিত্র

To Top