পুরো নাম মালিহা তানজুম হলেও সবাই তাকে চেনে মালিহা ডিউ নামে। ছোটোবেলা থেকেই গান করেন। ইউটিউবে নিজের অফিশিয়াল চ্যানেলে বেশ কিছু কভার সং পেয়েছে শ্রোতাপ্রিয়তা। তারই ধারাবাহিকতায় মালিহা ডিউ’র প্রথম মৌলিক গানের ভিডিও প্রকাশিত হয়েছে লায়নিক মাল্টিমিডিয়ার ব্যানারে। ‘কেন আজ’ শীর্ষক গানটির কথা লিখেছেন রণক ইকরাম, সুর ও সংগীত পরিচালনা করেছেন দীন ইসলাম শারুখ। গানটির ভিডিও পরিচালনা-সম্পাদনাও দীন ইসলাম শারুখের। মালিহা বর্তমানে উচ্চ শিক্ষার্থে কানাডায় অবস্থান করছেন। দেশে থাকা অবস্থাতেই এই গানটির কাজ শেষ করে গিয়েছিলেন তিনি।

প্রথম মৌলিক গান প্রসঙ্গে মালিহা বলেন ‘নিজের মৌলিক গান প্রকাশের আনন্দটা বলে বোঝাতে পারবো না। আর এই গানের কথা ও সুর যখন গেয়েছি তখনই নিজের মনে গেঁথে গিয়েছিল। আশা করি শ্রোতাদেরও ভালো লাগবে।’ পড়াশোনা ও গান বাজনার বাইওে মালিহা ম্পিকিং এনিমেল নামে পশু পাখিদের সেবা ও অধিকার রক্ষাকারী প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।

Leave a Reply