Connect with us

Jamjamat

প্রশংসা কুড়াচ্ছে নুসরাত ফারিয়ার নতুন গান

চলচ্চিত্র

প্রশংসা কুড়াচ্ছে নুসরাত ফারিয়ার নতুন গান

প্রথম গান মুক্তির দুই বছর পর আলোর মুখ দেখলো নুসরাত ফারিয়ার দ্বিতীয় গান। বুধবার কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ইউটিউব চ্যানেলে ‘আমি চাই থাকতে’ শিরোনামের দ্বিতীয় গান মুক্তি পেয়েছে। গানটিতে ফারিয়ার সঙ্গে কণ্ঠ দিয়েছেন ভারতের মাস্টার ডি। সুর ও সংগীতও তাঁর করা। জনপ্রিয় নৃত্যপরিচালক বাবা যাদব মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন। গানটির শুটিং হয়েছে ফেব্রুয়ারিতে ভারতের রাজস্থানের জয়পুরে।

এর আগে গানটি নিয়ে নির্মিত মিউজিক ভিডিওর এক ঝলক প্রকাশ্যে আসার পর নজর কাড়েন দর্শক-শ্রোতাদের। এবার পুরো গানটি মুক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের প্রশংসা কুড়াচ্ছেন ফারিয়া। প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন, ‘আমার মনে হয় গানটা দর্শকদের ভালো লাগবে। কারণ, গানটার মধ্যে একটা ভিন্ন প্যাটার্ন রয়েছে। এই নতুনত্ব আসলে গতানুগতিক না। সে জন্যই ভালো লাগবে। গানটি প্রকাশের পর এখন পর্যন্ত বেশ সাড়া পাচ্ছি।’

এর আগে ২০১৮ সালের ২৬ এপ্রিল মুক্তি পেয়েছিল নুসরাত ফারিয়ার প্রথম গান ‘পটাকা’। রাকিব রাহুলের কথায় গানটির সুর-সংগীত করেছিলেন প্রীতম হাসান। গানটির ভিডিও কোরিওগ্রাফি ও পরিচালনা করেছিলেন ভারতের পরিচালক বাবা যাদব। তবে সে সময় গানটি নিয়ে তৈরি হয়েছিল ব্যাপক আলোচনা-সমালোচনার।

Click to comment

Leave a Reply

More in চলচ্চিত্র

To Top