Connect with us

Jamjamat

চোখে দেখতে পারছেন না মিষ্টি মারিয়া

টেলিভিশন

চোখে দেখতে পারছেন না মিষ্টি মারিয়া

তরুণ প্রজন্মের অভিনেত্রী ও মডেল মিষ্টি মারিয়া চোখে দেখতে পারছেন না। আজ সকালে তিনি এই প্রতিবেদককে এমন তথ্যই জানিয়েছেন। তবে এটি কোন নাটক বা চলচ্চিত্রের কোন কাহিনী নয়। মিষ্টি মারিয়া জানিয়েছেন, একটি নাটকের শুটিংয়ে গিয়ে চরিত্রের প্রয়োজনে চোখে কনট্যাক্ট লেন্স পড়তে হয়েছিল তাকে। লেন্স খোলার পর থেকেই তিনি এখন পর্যন্ত চোখে দেখতে পারছেন না।

মিষ্টি মারিয়া জানান, আসাদ নামের একজন নাট্য নির্মাতার একটি নাটকে অভিনয় করতে তিনি গেলো সপ্তাহে উত্তরবঙ্গের জয়পুরহাট গিয়েছিলেন। সেখানে তিনি ওই নাটকের শুটিংয়ের সময় চোখে ফ্রেশ লুক কোম্পানির এক জোড়া কনট্যাক্ট লেন্স পড়ে নাটকের শুটিং করেন। গেলো ১২ অক্টোবর শুটিং শেষে মিষ্টি মারিয়া লেন্স খোলার পর থেকে চোখে দেখতে পারছেন না। তিনি জরুরী ভিত্তিতে ওই রাতেই ট্রেনে করে জয়পুরহাট থেকে ঢাকা ফিরে আসেন। ইসলামিয়া চক্ষু হাসপাতাল এবং মিশন চক্ষু হাসপাতালে চোখের চিকিৎসা করাচ্ছেন তিনি।

চোখের বর্তমান অবস্থা জানতে চাইলে মিষ্টি মারিয়া বলেন, ডাক্তার বলেছেন, লেন্স খোলার সময় হয়তো আমার চোখের কর্ণিয়ার ফার্স্ট লেয়ার ফেটে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই কারণে দেখতে পাচ্ছি না। আমি চোখও মেলতে পারছি না। ডাক্তার বলেছেন, এসব ক্ষেত্রে সাধারণত চব্বিশ ঘণ্টার মধ্যে লেয়ার তৈরি হয়ে যায়। কিন্তু আমার চোখ এখনও ঠিক হচ্ছে না। তবে ডাক্তার বলেছেন, আমি সাতদিন চোখ খুলতে পারবো না। চিকিৎসা ও ওষুধের মাধ্যমে এটা ঠিক হয়ে যাবে।

মিষ্টি মারিয়া তার দর্শক-ভক্ত এবং পরিচিত শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীদের কাছে নিজের এই বিপদের দিনে সবার দোয়া চেয়েছেন। তিনি বলেন, জীবনে আমি কখনো কারও উপকার ছাড়া ক্ষতি করিনি। আমার এই কঠিন সময়ে তাই আপনাদের সবার কাছে দোয়া চাই। প্লিজ আপনারা আমার জন্যে দোয়া করবেন-আমি যেনো আপনাদের সবার দোয়ায় আপনার দৃষ্টি শক্তি ফিরে পাই।

Click to comment

Leave a Reply

More in টেলিভিশন

To Top