Connect with us

Jamjamat

আঁচল’র ‘চিতকার’ শুরু

চলচ্চিত্র

আঁচল’র ‘চিতকার’ শুরু

‘চিতকার’ শিরোনামের একটি ওয়েব সিনেমায় জুটি বেঁধেছেন চিত্রনায়িকা আঁচল ও এ কে আজাদ আদর। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর উত্তরার একটি শুটিং হাউজে মহরতের মাধ্যমে শুরু হয়েছে এর দৃশ্য ধারণের কাজ। জানা গেছে, ক্লিওপেট্রা ফিল্মসের ব্যানারে আহাদুর রহমানের গল্পে এবং ইয়াসির আরাফাত জুয়েলের পরিচালনায় চলচ্চিত্রটি নির্মাণ হচ্ছে। সিনেমাটির সংগীত পরিচালনা করছেন পিন্টু ঘোষ।

আঁচল বলেন, ‘দীর্ঘ দিন পর কাজে ফিরে ভালো লাগছে। সব ধরনের স্বাস্থ্যবিধি মেনেই শুটিং করছি। নতুন টিমের সাথে কাজ করলেও নতুন মনে হয়নি গোছানো একটি টিম। প্রথম দিনের শুটিং অভিজ্ঞতা চমৎকার। একটানা পাঁচ দিন শুটিং চলবে। ক্যারিয়ারের ভিন্ন একটি ছবি হতে হচ্ছে ‘চিতকার’। ছবিটি নিয়ে অনেক আশাবাদী।’

Click to comment

Leave a Reply

More in চলচ্চিত্র

To Top