আবার গানে নিয়মিত হয়েছেন শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান। সোমবার প্রকাশিত হয় তার ‘ঝড়ে ঝড়ে সাধের পিরিত’ শিরোনামের নতুন গানের মিউজিক ভিডিও। তরুণ গীতিকবি আনিস চৌধুরীর কথায় আল আমিন খানের সুর ও সংগীতে গানটিতে কন্ঠ দিয়েছেন মনির খান। সম্প্রতি গ্রাম বাংলার তরুণ-তরুণীর প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে মিউজিক ভিডিও। এতে মডেল হয়েছেন সংগ্রাম খান ও তমা। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন বিশাল আহমেদ ফরহাদ। কোরিওগ্রাফি করেছেন মো. রমজান হোসেন।

নতুন গান নিয়ে মনির খান বলেন, ভিন্ন ধারার নতুন একটি গান করলাম। গানের কথাগুলো সুন্দর। আশা করছি দর্শক নতুন গানটি পছন্দ করবে। পরিচালক বলেন, মিউজিক ভিডিওতে দর্শক গ্রাম বাংলার তরুণ-তরুণীর একটি প্রেম ফুটে উঠবে। আশা করছি দর্শকের গান ও মিউজিক ভিডিও পছন্দ হবে।

Leave a Reply