Connect with us

Jamjamat

বউ-শ্বাশুড়ির দ্বন্ধ নিয়ে সিনেমা ‘পাপনাম’

চলচ্চিত্র

বউ-শ্বাশুড়ির দ্বন্ধ নিয়ে সিনেমা ‘পাপনাম’

বউ ও শ্বাশুড়ির মধ্যকার দ্বন্দ্ব নিয়ে নিয়ে নির্মাতা রুবেল আনুশ নির্মাণ করছেন তার দ্বিতীয় সিনেমা ‘পাপনামা’। সম্প্রতি অনলাইনে প্রকাশ পেয়েছে ছবির টিজার। ‘পাপনামা’র প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন মুনিরা মিঠু ও সানজিদা তন্বি। এছাড়া এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দীপংকর দীপক, জুয়েল সালমান, শিমুল খান ও সোহেল খান।

নির্মাতা রুবেল আনুশ বলেন, ‘শাশুড়ি এবং এখনকার বউদের মধ্যে জেনারেশন গ্যাপের কারণে যে মানসিক দুরত্ব তৈরি হয় এবং তাদের বোঝা পড়ার ক্রাসিসটা গল্পে তুলে ধরা হয়েছে। সাধারণত সিনেমায় কাউকে না কাউকে খারাপভাবে উপস্থাপন করা হয়। কিন্তু এই সিনেমায় তা করিনি। বউ-শাশুড়ির দ্বন্দ্ব বা দূরত্ব কেন হয় তা এতে দেখানো হয়েছে। পরিবার কেন্দ্রিক গল্পে এই সিনেমায় দর্শক একটা আলাদা ঘ্রান পাবে।’

নির্মাতা জানান, ‘সাভার, ব্রাহ্মণবাড়িয়া এবং পুরান ঢাকার বিভিন্ন লোকেশনে এরই মধ্যে ছবির ৯০ শতাংশ শুটিং সম্পূর্ণ হয়েছে। ২ দিনের শুটিং বাকি আছে। ছবির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয়ের জন্য অভিনেতা ফজলুর রহমান বাবুর সাথে কথা চলছে। তার সাথে কথাবার্তা চূড়ান্ত হলেই শুটিংয়ে যাবে ছবির ইউনিট।’

জানা গেছে, আসছে বছরের জানুয়ারিতে সেন্সরে জমা দেওয়া হবে ‘পাপনামা’। এর পর ফেব্রুয়ারি নাগাদ সিনেপ্লেক্স এবং অনলাইন প্লাটফর্মে মুক্তি পাবে এটি।

Click to comment

Leave a Reply

More in চলচ্চিত্র

To Top