Connect with us

Jamjamat

স্টুডিও জয়ার শারদীয় দুর্গোৎসব আয়োজন-২০২০

মিউজিক

স্টুডিও জয়ার শারদীয় দুর্গোৎসব আয়োজন-২০২০

শিউলি ফুলের ঘ্রাণ কাশবনে হেমন্তের বাতাস যখন শরীরে লাগে, তখনই জীবকুল শিহরিত হয়, শারদীয় উৎসবে মেতে ওঠে-আর ঠিক তখনই স্টুডিও জয়া এক ঝাঁক মৌলিক বাংলা গান নিয়ে হাজির হয়। উৎসবকে আরেকটু রঙিন করে দিতে গানের উৎসব প্রাণের উৎসবে অংশ নেন দেশ বরেণ্য এবং দেশের বাহিরের স্বনামধন্য কণ্ঠশিল্পীরা এবারও এর ব্যতিক্রম নয়। মাস ব্যাপী অনুষ্ঠানে এবার অংশ নিচ্ছেন শ্রদ্ধেয় আলম আরা মিনু, ন্যান্সি, মিজান রাজিব, ইউসুফ রিয়াদ, শীলা দেবী, সুমন কুমার, এপি শুভ, অনিন্দিতা সাহা অর্থি এবং ভারত থেকে এই উৎসবে অংশ নেন শুভমিতা ব্যানার্জি, মধুরা ভট্টাচার্য, পীযূষ দাস। এই চমৎকার গানগুলোর মিউজিক ভিডিও দেশ এবং দেশের বাহিরের কিছু মনোরম পরিবেশে ধারণ করা হয়েছে।

বাংলাদেশ এবং ভারতের স্বনামধন্য নির্মাতারা এইগুলো নির্মাণ করেছেন। এই মাসব্যাপী শারদীয় দুর্গোৎসবের আয়োজন উপলক্ষে স্টুডিও জয়ার কর্ণধার, সঙ্গীত পরিচালক রাজন সাহা বলেন, ‘জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে শারদীয় দুর্গাপূজা সকলের একটি প্রিয় উৎসব। আমরা চেষ্টা করছি প্রিয় শিল্পীদের নতুন নতুন সব গান দিয়ে উৎসবটিকে আরো জমজমাট করতে। প্রতিবারের ন্যায় আমরা চেষ্টা করেছি প্রিয় শিল্পীদের কিছু মৌলিক আপনাদের কানে তুলে দিতে। কতটুকু ভাল কাজ হয়েছে জানি না। তবে, আপনাদের মনে দাগ কাটলে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস এর সার্থকতা। স্টুডিও জয়া চায় সব সময় আপনাদের প্রিয় শিল্পীদের গান নিয়ে আপনাদের মাঝে হাজির হতে আশা করি আপনারা স্টুডিও জয়ার পাশে থাকবেন।’ উল্লেখ্য, স্টুডিও জয়ার আয়োজনে ইংরেজি নববর্ষে থাকছে বাংলাদেশ এবং ভারতের বেশকিছু স্বনামধন্য শিল্পীর গান।

Click to comment

Leave a Reply

More in মিউজিক

To Top