Connect with us

Jamjamat

প্রকাশ্যে এলো ‘দুঃখটা মনে রাখিনি’

মিউজিক

প্রকাশ্যে এলো ‘দুঃখটা মনে রাখিনি’

ক্রাউন মিউজিক প্লাস-এ প্রকাশ পেয়েছে শ্রোতাপ্রিয় কন্ঠশিল্পী এফ এ সুমন এর নতুন গান ‘দুঃখটা মনে রাখিনি’। দর্শকপ্রিয় গীতিকার সালাউদ্দিন শোয়েব চৌধুরীর কথায় গানের সুর ও সংগীত আয়োজন করেছেন কন্ঠশিল্পী সুমন নিজেই। মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন আদর আহমেদ ও শ্রাবন্তী সেলিনা। এটি পরিচালনা করেছেন রাজু আহমেদ। সম্প্রতি উত্তরার বিভিন্ন মনোরম লোকেশনে স্বাস্থ্যবিধি মেনে গানটির দৃশ্য ধারণ হয়। ক্রাউন এন্টারটেইনমেন্টের অঙ্গ প্রতিষ্ঠিান ক্রাউন প্লাস এর অফিসে আজ (১২ অক্টোবর) সন্ধ্যায় জমকালো আয়োজনে নতুন গানচিত্র প্রকাশ পায়।

এফ এ সুমন বলেন, শোয়েব ভাইর গানের কথা চমৎকার। চেষ্টা করেছি ভালো ভাবে গাইতে বাকিটা দর্শক বলতে পারবেন। গানটি নিয়ে আমি আশাবাদী। বরাবরই স্যাড গান করতেই দেখা যায় অন্য গান কেনো নয়? এমন প্রশ্নের উত্তরে সুমন বলেন, দর্শক চাহিদার কারণেই স্যাড গান করা হয়। যেদিন দর্শক চাইবে না সেদিন স্যাড গান করা ছেড়ে দেব।

এ সময় উপস্থিত ছিলেন ক্রাউন এন্টারটেইনমেন্ট ও ক্রাউন প্লাস এর কর্ণধার সালাউদ্দিন শোয়েব চৌধুরী, কন্ঠশিল্পী এফ এ সুমন, প্রযোজনা প্রতিষ্ঠান ক্রাউন এন্টারটেইনমেন্ট এর ডেপুটি সিইও তাজুল ইসলাম, ক্রাউন ক্রিয়েশনস’র সিওও সৈয়দ ইকবাল, অভিনেতা কাজী উজ্জ্বল, কন্ঠশিল্পী বেলী আফরাজ, পরিচালক সুমন ধর, অভিনতো হারুন রশিদ, সংগীত পরিচালক রানা আকন্দ সহ আরো অনেকে।

Click to comment

Leave a Reply

More in মিউজিক

To Top