আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্রকাশ পেতে যাচ্ছে শিশু শিল্পী আপনের ‘দুর্গা মা’ই কি জয়’ শিরোনামের গানচিত্র। আজ (১২ অক্টোবর) সন্ধ্যায় আপনের নিজস্ব ইউটিউব চ্যানেলে নতুন গানের মিউজিক ভিডিও অবমুক্ত করা হবে। গানের কথা, সুর ও পরিচালনা করেছেন চলচ্চিত্রের নৃত্য পরিচালক সাইফুল ইসলাম। সংগীত আয়োজন করেছেন অনুপ। এতে অংশ নেন আপন, মেহেদী হাসান, তমা ইসলাম, ফারজানা জয়া প্রমুখ। সম্প্রতি ঢাকেশ্বরী মন্দিরে গানটির দৃশ্য ধারণ হয়।

উল্লেখ্য, ‘মাশরাফি তুমি মাশরাফি’ গানের মাধ্যমে সংগীত শিল্পী হিসেবে আপনের পথচলা শুরু। এরপর করেন ‘বঙ্গবন্ধু তুমি জাতীর পিতা’, ‘বাবা’ ও চিত্রপরিচালক জাকির হোসেন রাজুর পরিচালনায় ‘মা’। যার বর্তমান ইউটিউব ভিউয়ার ৭৫ লক্ষ অতিক্রম করেছে।

Leave a Reply