টেলিভিশন
করোনায় আক্রান্ত তাহসান
Published on
বৈশ্বিক মহামরি করোনা ভাইরাসে আক্রান্ত হলেন সংগীত শিল্পী ও অভিনেতা তাহসান খান। গত ছয় দিন ধরে জ্বর ঠান্ডায় ভুগছিলেন তিনি। নির্মাতা ইমরুল রাফাতের শুটিং সেটে অবস্থা আরও গুরুতর হলে তিন দিন আগে করোনা টেষ্ট করলে রিপোর্ট পজিটিভ আসে। টেস্টের রেজাল্ট পাওয়ার পর থেকেই আইসোলেশনে আছেন তাহসান। জানা গেছে, পরিচালক মাবরুর রশিদ বান্নার টানা পাঁচ দিনের শুটিং সিলিউল দেওয়া ছিল। বর্তমানে শুটিং ও সব কাজ বাতিল করেছেন এ তারকা।
গান দিয়ে লাখো শ্রোতার হৃদয় জয় করেছেন তাহসান খান। কেবল সংগীতশিল্পী হিসেবে নয়, অভিনেতা হিসেবেও যথেষ্ট সুনাম ও জনপ্রিয়তা পেয়েছেন তিনি। সম্প্রতি তাহসান শেষ করেছেন ‘হ্যালো বেবী’ শিরোনামরে একটি নাটকের শুটিং। এটি ভালোবাসা দিবসে প্রচার হবে।
Continue Reading
Related Topics:তাহসান খান
Click to comment