Connect with us

Jamjamat

এক ফ্রেমে দুই রূপ

টলিউড

এক ফ্রেমে দুই রূপ

কি ছিলেন আর কেমন হয়েছিলেন টলিউড নায়িকা শুভশ্রী। নিজরে সেই পুরনো কাল ও বেবি বাম্পের দুটো ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন জনপ্রিয় এ নায়িকা। একফ্রেমে তার দুই রূপ দেখে সবাই চমকেছেন। আর তাতেই ভাইরাল সেই ছবি। ছবি দুটোয় এমন কি আছে? প্রথমটিতে ছিপছিপে শুভশ্রী। শরীরে কোনো মেদ নেই। নীল জিন্সের ওপর পরা কালো ক্রপ টপ তুলতেই তার শরীরজুড়ে যৌবনের তরঙ্গ। আর তার মধ্য থেকে উঁকি দিচ্ছে কালো লেসের অন্তর্বাস।

এর পাশেই টলি অভিনেত্রীর বেবি বাম্পের লুক। লাস্যময়ী ভারী শরীর ঢাকার জন্য টিউব ট্যাঙ্ক টপ আর কালো টাইটস পরে আছেন তিনি। তাতেই মুখে গর্বের হাসি। ক্যাপশনও ঠিক ইঙ্গিতপূর্ণ, এর পর কী হবে? দেখা যাক। এটুকুতেই পঁচিশ হাজার লাইকস। পরের গল্প হয়তো সবারই জানা। ঘরে নতুন অতিথি ইউভান এসেছে। তাকে নিয়েই সময় কাটছে তারকা দম্পতি রাজ চক্রবর্তী-শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের। অনেক আদরে সন্তানের মাকে ভরিয়ে দিয়েছেন বাবা। আর সেই ছবি সোশ্যাল মিডিয়াতে আসতেই ভাইরাল।

Click to comment

Leave a Reply

More in টলিউড

To Top