Connect with us

Jamjamat

শাওন-সারিকার ‘তোমাকে দিয়ে কিছু হবে না’

টেলিভিশন

শাওন-সারিকার ‘তোমাকে দিয়ে কিছু হবে না’

ছোটপর্দার অভিনেতা সৈয়দ জামান শাওন ও অভিনেত্রী সারিকা সাবা জুটি বেঁধে এরইমধ্যে বেশ কিছু দর্শকপ্রিয় নাটক উপহার দিয়েছেন। তারই ধারাবাহিকতায় সম্প্রতি জুটি হয়ে ‘তোমাকে দিয়ে কিছু হবে না’ শিরোনামের একটি একক নাটকে অভিনয় করেছেন। এম এস মদিনা মেটাল নিবেদিত রাসেল আজম এর রচনায় নাটকটি পরিচালনা করেছেন শাহরিয়ার রহমান। প্রযোজনা করেছেন মোহাম্মদ মাহবুব খান।

সম্প্রতি রাজধানীর উত্তরার একটি শুটিং হাউজে নাটকটির দৃশ্য ধারণ হয়েছে। শাওন-সারিকা ছাড়াও এতে আরও অভিনয় করেছেন মাহমুদুল ইসলাম মিঠু (বড়দা মিঠু), হারুন অর রশিদ, আসমা শিউলী, আল আমিন সবুজ, ইমরান হাসু, ইরান তালুকদার, আকাশ আমীর খান ও লাভলী লিপি।

নাটকটি প্রসঙ্গে শাওন বলেন, ‘নাটকের গল্পটি সমসাময়িক তরুণ যুব সমাজের দর্পণ। পারিবারিক, বন্ধুদের বেড়ে উঠার গল্প দর্শক দেখতে পাবে। নাটকের নামের সাথে প্রতিটি তরুণই পরিচিত। প্রত্যেক সন্তানই তাদের জীবনে ‘তোমাকে দিয়ে কিছু হবে না’ শুনতে হয়েছে। প্রতিনিয়ত গল্পে বাবার কাছ থেকে কথাটি শুনতে হচ্ছে। একটা সময় নিজেও বিশ্বাস করি আমাকে দিয়ে কিছু হবে না। চমৎকার একটি গল্প। আমার বিশ্বাস দর্শক নাটকটি পছন্দ করবে। বর্তমানে পারিবারিক গল্প থেকে আমরা হারিয়ে যাচ্ছি। শ্রদ্ধেয় পরিচালক, প্রযোজক, লেখক ভাইবোনদের কাছে আবেদন বাজেটের দোহাই দিয়ে গল্প থেকে বাবা মা কে মেরে ফেলবেন না কিংবা গ্রামে পাঠাবেন না! আমরা টেস্ট টিউব বেবি না ভাই!’

সারিকা বলেন, ‘শাহরিয়ার রহমানের পরিচালনায় প্রথমবার কাজ করলাম। পারিবারিক গল্পের একটি নাটক। এ সময়ে পারিবারিক নাটক কম হচ্ছে। সবার কাছে অনুরোধ থাকবে পারিবারিক নাটক নিমার্ণ করার জন্য। এ নাটকের গল্পটি খুবই ভালো লেগেছে। আশা করছি দর্শকেরও ভালো লাগবে।’

শাহরিয়ার রহমান বলেন, ‘বর্তমানে পরিবারিক গল্পের নাটক কম নির্মাণ হচ্ছে। তবে পরিবারের গল্প ফুটে উঠবে এই নাটকটির মাধ্যমে। এর বেশি কিছু এখনই বলা যাবে না। পুরো বিষয়টি জানতে নাটকটি দেখার জন্য দর্শককে অপেক্ষা করতে হবে। খুব শীঘ্রই নাটকটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে।’

Click to comment

Leave a Reply

More in টেলিভিশন

To Top