টেলিভিশন
বিটিভিতে ‘মাননীয় আদালত’
ঘরের ভিতর আদালত বসিয়ে বাবা, মা, চাচা, মামাকে আসামি করে অভিযোগ করেছে দুই ছেলে-মেয়ে। দাদী উকিল, দাদা পেশকার আর ফুফু বিচারক। অভিভাবকদের প্রতি বাদি পক্ষের অভিযোগ, তারা বাচ্চাদের মোটেই সময় দেয় না। সারাদিন নিজেদের কাজে ব্যস্ত থাকে। অনেক জেরার আসামিরা নিজেদের অভিযোগ শিকার করে আদালতের রায় মাথা পেতে মেনে নেন।
লিটু শাকাওয়াত এর রচনায় ‘মাননীয় আদালত’ নাটকে বর্তমান অনেক শিশু-কিশোরদের জীবনদশা বাস্তব ভাবে ফুটে উঠেছে। প্রযোজক শাহা জামান মিয়া জানান, ‘বিশ্ব শিশু দিবসের বিশেষ নাটক হিসেবে ‘মাননীয় আদালত’ নাটকটি চিত্রায়ণ করতে পেরে খুব ভাল লাগছে। আশা রাখি নাটকটি সবার ভাল লাগবে।’
আগামী ৫ অক্টোবর বিটিভি ও বিটিভি ওয়াল্ডে নাটকটি প্রচার হবে। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে- সঞ্জয় রাজ, আব্দুর রহিম, আবির হোসেন চন্দন, পঙ্কজ গোমেজ, নাজিবা নূর, নাঈম আহম্মেদ, বর্ষা, সিলভিয়া এবং রাহুল রাজ।