Connect with us

Jamjamat

গানচিত্র ‘তোমার হতে চাই’

মিউজিক

গানচিত্র ‘তোমার হতে চাই’

প্রযোজনা প্রতিষ্ঠান লায়নিক মাল্টিমিডিয়ার ব্যানারে প্রকাশিত হয়েছে কন্ঠশিল্পী তারান্নুম আফরীনের নতুন মিউজিক ভিডিও ‘তোমার হতে চাই’। প্রসেনজিৎ মন্ডলের কথায় গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন অমিত কর। ভিজুয়ালাইজার ওয়ার্কশপের ব্যানারে নির্মিত মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন ফয়সাল হাসান। চলচ্চিত্রের ঢঙে নির্মিত ভিডিওটিতে মডেল হয়েছেন ইমরান খান ও জেরিন তাসনিম অন্তরা।

নতুন গান প্রসঙ্গে কন্ঠশিল্পী তারান্নুম আফরীন বলেন, ‘গানটিতে অন্যরকম একটি আবেদন আছে। আর বড় ক্যানভাসে নির্মিত ভিডিওটি দর্শকদের মনে আরেক ধরনের অনুভূতি তৈরি করবে বলে আমার বিশ্বাস।’

গানটির চিত্রগ্রহণে ছিলেন কাওসার আহমেদ, সম্পাদনা ও রঙবিন্যাস করেছেন আশিকুজ্জামান অপু। তারান্নুম আফরীন মূলত অস্ট্রেলিয়া প্রবাসী হলেও বাংলা গানের প্রতি তার অগাধ টান। সেই টানেই নিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেল এবং দেশের সেরা প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নিয়মিত গান প্রকাশ করছেন।

Click to comment

Leave a Reply

More in মিউজিক

To Top