ফ্যাশন
গৌতমের কোরিওগ্রাফিতে নিউইয়র্কের নোনা ফ্যাশনের ফটোশুট
Published on
দীর্ঘ দিনের বিরতি কাটিয়ে গত রবিবার কাজে ফিরেন জনপ্রিয় কোরিওগ্রাফার গৌতম সাহা। প্লাটিনাম বিউটি লাউঞ্জ-এ গৌতমের কোরিওগ্রাফিতে আনজারা ব্রাইডাল ফটোশুটে অংশ নেন মডেল সোনিয়া খান, সাথী ও আলভী। এরই ধারাবাহিকতায় গৌতম শুক্রবার অংশ নেন আমেরিকার নিউইয়র্কে অবস্থিত নোনা ফ্যাশনের ফটোশুটে।
এতে মডেল হয়েছেন সোনিয়া খান। গৌতম সাহার কোরিওগ্রাফিতে ফটোশুটটি করেন বুলবুল আহমেদ। গৌতম বলেন, ‘নোনা ফ্যাশনের মূল লক্ষ্য বাংলাদেশের ঐতিহ্যবাহী বিভিন্ন পোশাক গুলোকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়া। তারা আমার সাথে মাসে চারটি কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। আমিও তাদের সাথে কাজ করতে আগ্রহী। আমরা চেষ্টা করবো বাংলাদেশের ঐতিহ্যবাহী বিভিন্ন পোশাক বিশ্ব দরবারে উপস্থাপন করতে।’
Continue Reading
Related Topics:গৌতম সাহা

Click to comment