Connect with us

Jamjamat

আনন্দের গানে আসিফ আকবর

মিউজিক

আনন্দের গানে আসিফ আকবর

গীতিকবি তারেক আনন্দের কথায় অনেক গুণী কণ্ঠশিল্পী কণ্ঠ দিয়েছেন। সেই ধারাবাহিকতায় আনন্দের কথায় এবার প্রথমবারের মতো ‘প্রেমজল’ শিরোনামের একটি গান শ্রোতাদের উপহার দিলেন সংগীতের যুবরাজ আসিফ আকবর। আসিফ আকবরের সঙ্গে দ্বৈতকণ্ঠে গেয়েছেন নাবিলা রাহনুম। ‘আমার চোখে প্রেম এসে বুকে নেমেছে/ বুকের মাঝে হেঁটে হেঁটে হৃদয় ছুয়েছে…। ‘প্রেমজল’ শিরোনামের এ গানটির সুর ও সংগীতায়োজন করেছেন জুয়েল মোর্শেদ।

গানটির লিরিক্যাল ভিডিও সম্প্রতি সিডি চয়েসের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে। গান প্রসঙ্গে আসিফ আকবর বলেন, ‘জুয়েল মোর্শেদের সুর, সংগীত আমার মন ছুঁয়ে গেছে। নাবিলাও দারুণ গেয়েছেন। রোমান্টিক কথামালার এ গানটি আশা করছি শ্রোতাদের ভালো লাগবে।’

Click to comment

Leave a Reply

More in মিউজিক

To Top