Connect with us

Jamjamat

নগরবাউল জেমসের জন্মদিন আজ

মিউজিক

নগরবাউল জেমসের জন্মদিন আজ

ব্যান্ড সংগীতের অন্যতম জনপ্রিয় খ্যাতিমান সংগীতশিল্পী নগরবাউল খ্যাত জেমসের ৫৬তম জন্মদিন আজ। ১৯৬৪ সালে ২ই অক্টোবর নওগায় জন্মগ্রহণ করেন তিনি। তার উদাত্ত কন্ঠের জাদুতে মন্ত্রমুগ্ধ হয়ে আছে তিন প্রজন্মের শ্রোতারা। নদীমাতা বাংলার পলিজমা চাদরে জন্ম নিয়ে বাংলার লোকগান ও পাশ্চাত্যের রক সংগীতের এক অপুর্ব সংমিশ্রণে সৃষ্টি করেছেন বাংলা গানের এক নতুন অধ্যায়।

চট্টগ্রাম থেকে শুরু হওয়া ব্যান্ডদল ‘ফিলিংস’র মাধ্যমে তিনি প্রথমে খ্যাতি অর্জন করেন। পরে সেই ব্যান্ড দলের নাম ‘নগরবাউল’ করেন। বাংলাদেশ ছাড়িয়ে দেশের বাইরেও খুব জনপ্রিয় জেমস। ভারতের সবচেয়ে বড় ফিল্ম ইন্ডাস্ট্রিতেও কাজ করেছেন। ২০০৫ সালে বলিউডের ‘গ্যাংস্টার’ ছবিতে ‘ভিগি ভিগি’ নামে একটি গান করে সেখানেও বেশ আলোচিত হন। পরে বলিউডের আরও কয়েকটি ছবিতে গান করেন।

জেমস বেশ কিছু চলচ্চিত্রে প্লেব্যাক করেছেন। কিছু গান চলচ্চিত্রে সুপারহিট হয়েছে। দেশের ব্যান্ড সংগীতকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন জেমস। দেশের গণ্ডি পেরিয়ে অবদান রেখেছেন আন্তর্জাতিক অঙ্গনে। সংগীতে অবদানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ দেশি-বিদেশের অনেক পুরস্কারে ভূষিত হয়েছেন জেমস।

Click to comment

Leave a Reply

More in মিউজিক

To Top