Connect with us

Jamjamat

ফারুকের ব্যস্ততা

টেলিভিশন

ফারুকের ব্যস্ততা

অভিনেতা আহমেদ ফারুক। বর্তমানে ব্যস্ত আছেন অভিনয়ে। প্রচার চলতি ধারাবাহিক কায়সার আহমেদ পরিচালিত ‘চান বিরিয়ানি’ ও রাজিবুল ইসলাম রাজিবের ‘গ্রামের নাম অচিন্তপুর’। কাজ করছেন কয়েকটি বিজ্ঞাপনচিত্রে। ফারুক রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে নাট্যকলা বিভাগে লেখাপড়া করেছেন। এরই মধ্যে ফ্রুটিকা ও গ্রামীণ ফোনের বিজ্ঞাপন দর্শক মহলে সাড়া ফেলে। মুক্তির অপেক্ষায় আছে মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’ এবং মাহমুদ দিদারের ‘বিউটি সার্কাস’ চলচ্চিত্র দুটি।

ফারুক বলেন, ‘বেশ কিছু ধারাবাহিক নাটকের কাজ নিয়ে ব্যস্ত আছি। তার মধ্যে রয়েছে সালাউদ্দিন লাভলুর ‘কবুলিয়ত নামা’, বদরুল আনাম সৌদ এর ‘এলেবেলে’, গোলাম সোহরাব দোদুল এর ‘সাতকাহন’, সাগর জাহানের ‘আরমান ভাই হানিমুনে’, ‘সেকান্দার বক্স’, মাসুদ সেজানের ‘লং মার্চ’। নাটক কয়টিতে ভিন্ন ভিন্ন চরিত্রে দেখা যাবে। নাটকগুলো নিয়ে আমি আশাবাদী।’

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

More in টেলিভিশন

To Top