Connect with us

Jamjamat

ডিপজলের ছেলের রাজকীয় বিয়ে

চলচ্চিত্র

ডিপজলের ছেলের রাজকীয় বিয়ে

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ও সফল প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। খল অভিনেতা হিসেবে অধিক পরিচিত তিনি। বুধবার (৩০ সেপ্টেম্বর) ছিল ডিপজলের বড় ছেলের বিয়ে। কোটি টাকা কাবিনে ডিপজলের বড় ছেলে সাদ্দাম সৌমিক অমির বিয়ে সম্পন্ন হয়। বাসর রাত হয়েছে রাজধানীর পাঁচতারা হোটেল রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে মিরপুর প্রিন্স বাজার কমিউনিটি সেন্টারে বিয়ের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়। ডিপজলের পুত্রবধূর নাম কাজী তাসফিয়া। বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্যরা। এছাড়া ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য ইলিয়াস মোল্লাসহ চলচ্চিত্রের শিল্পীরা উপস্থিত ছিলেন।

এর আগে ২৯ সেপ্টেম্বর পারিবারিক আনন্দ-উল্লাসে অনুষ্ঠিত হয় ডিপজলের ছেলের গায়ে হলুদ। হলুদ সন্ধ্যায় উপস্থিত ছিলেন গুণী নৃত্যপরিচালক মাসুম বাবুল, খ্যাতিমান অভিনেত্রী অঞ্জনা সুলতানা, অরুণা বিশ্বাস, অভিনেতা জ্যাকি আলমগীর, সুব্রত, জায়েদ খান, আলেকজান্ডার বোঁ, মারুফ আকিব, ইমন, জয় চৌধুরী, কণ্ঠশিল্পী প্রতীক হাসান প্রমুখ। অনুষ্ঠানে তারাও রঙ মেখে আনন্দ করেন।

Click to comment

Leave a Reply

More in চলচ্চিত্র

To Top