টেলিভিশন
‘এই শহরটা আমার জন্য না’
Published on
ছোটপর্দার অভিনয়শিল্পী সালহা খানম নাদিয়া ও এলেন শুভ্র সম্প্রতি জুটি হয়ে একটি একক নাটকে অভিনয় করেছেন। শিরোনাম ‘এই শহরটা আমার জন্য না’। মোমিন আজাদের রচনায় নাটকটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা আতিফ আসলাম বাবলু। শুক্রবার (২ অক্টোবর) রাত ৯টায় নাটকটি এটিএন বাংলায় প্রচার হবে। এতে আরও অভিনয় করেছেন মুনিরা মিঠু, আবদুল্লাহ রানা, সিয়াম নাসির প্রমুখ।
গল্পে দেখা যাবে, মফস্বল শহরের ছেলে রবিন বাবা-মা, ছোট-বোন নিয়ে তাদের ছোট্ট সংসার। বাবা ছোট একটি চাকরি করে। রবিন পড়াশুনা মাত্র শেষ করেছে। বাবার অল্প ইনকামে সংসার চালাতে হিমশিম খাচ্ছে। তাই রবিন সিদ্ধান্ত নেয় ঢাকায় এসে কিছু একটা করবে। রবিন যার ভরসায় ঢাকায় আসে সে তার সাথে প্রতারণা করে। ঢাকা শহরের পরিচিত কেউ নেই রবিনের। শুরু হয় রবিনের জীবন সংগ্রাম। এভাবেই গল্পটি সামনের দিকে এগিয়ে যাবে।
Continue Reading
Related Topics:এলেন শুভ্র, সালহা খানম নাদিয়া
Click to comment