চলচ্চিত্র, নাটক এবং সঙ্গীত জগতের বেশ কিছু শিল্পী বড় অংকের টাকা পারিশ্রমিক নিলেও তাদের আয়কর নথিতে এই আয়ের সামান্য একটা অংশ দেখানো হচ্ছে, এমন অভিযোগ কিছু গণমাধ্যমে আসার পরিপ্রেক্ষিতে ঐ শিল্পীদের আয়করের নথি খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সংস্থাটির নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, চলচ্চিত্র, নাটক এবং সঙ্গীত জগতের বেশ কিছু শিল্পী প্রতি বছর কোটি কোটি টাকা আয় করলেও তাদের আয়করের রিটার্নে এসব লুকানো হয়েছে বছরের পর বছর ধরে। এ বিষয়ে সম্প্রতি কিছু গণমাধ্যমে রিপোর্ট প্রকাশের পর অভিযুক্ত ঐ শিল্পীদের আয়করের নথি খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

জানা গেছে, দেশের প্রচলিত আইনে আয়কর ফাঁকির উদ্দেশ্যে অর্জিত আয় লুকানো গুরুতর অপরাধ। এক্ষেত্রে অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি প্রদেও আয়করের তিনগুণ জরিমানাসহ নানা ধরনের ব্যবস্থা নেয়া হবে।

অভিযোগ আছে, ঐ শিল্পীদের কেউ কেউ লুকানো আয়ের বড় একটা অংশ বিদেশে পাচারও করেছেন, যা মানি লন্ডারিং আইনে দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অপরাধ প্রমাণিত হলে অভিযুক্তদের কারাবাসও হতে পারে।

Leave a Reply