টেলিভিশন
মমর ‘মন দরজা’
Published on
দর্শকপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম। সুন্দর বচনভঙ্গি ও সাবলীল অভিনয়ের মাধ্যমে দর্শকের মনে আলাদা করে জায়গা নিয়েছেন তিনি। পছন্দের তালিকায় আছেন নির্মাতাদেরও। বড়পর্দায় চাহিদা থাকা সত্ত্বে অনিয়মিত তিনি। মমর সকল ব্যস্ততা ছোটপর্দা ঘিরে। সম্প্রতি এ অভিনেত্রী শেষ করেছেন সাগর জাহানের পরিচালনায় ‘মন দরজা’ শিরোনেোমর একটি নাটক। রবি ও সোমবার উত্তরায় নাটকটির চিত্রায়ণ হয়েছে।
নাটকটি মমর বিপরীতে রয়েছেন নন্দিত অভিনেতা মোশাররফ করিম। নাটকটি নিয়ে আশাবাদী মম। নির্মাতা সূত্রে জানা গেছে, ‘মন দরজা’ নাটকটি খুব শীঘ্রই একটি বেসরকারি টেলিভিশনে প্রচার হবে। পরে ইউটিউবে অবমুক্ত হবে। মোশাররফ করিম ও মম সর্বশেষ এক সাথে অভিনয় করেছেন ‘বনলতা ও জোনাকীর গল্প’ নাটকে।
Continue Reading
Related Topics:জাকিয়া বারী মম, মোশাররফ করিম, সাগর জাহান
Click to comment