চলচ্চিত্র
জুম্মানের দিনকাল
সুমন রেজা জুম্মান। চলচ্চিত্র ফাইট ডিরেক্টর হিসেবে এরইমধ্যে একটা শক্ত অবস্থান তৈরি করেছেন। গড়েছেন ‘জুম্মান ফাইটিং গ্রুপ’। আর যে সিনেমা গুলোতে কাজ করেছেন তার সব কয়টি ছবিতেই দুর্দান্ত অ্যাকশন উপহার দিয়েছেন জুম্মানের ফাইটিং গ্রুপ। তার ফাইটিংয়ের কারণে সিনেমা নিয়ে দর্শকদের মধ্যে আলাদা আগ্রহ লক্ষ্য করা গেছে।
জুম্মানের বর্তমান ব্যস্ততা- আকবার, ইয়েস ম্যাডাম, অফিসার রিটার্ন, ঈশাখা, ক্যাসিনো, আতংক, ওস্তাদ ও মুক্তি সিনেমার কাজ নিয়ে। এরইমধ্যে শেষ করেছেন একটি বিজ্ঞাপনের কাজ। এছাড়াও জুম্মান ধারাবাহিক নাটক, ওয়েব সিরিজ, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও বিজ্ঞাপনের মাধ্যমে মনের খোরাক মেটান।
সুমন রেজা জুম্মন বলেন, ‘আমি সব সময় চেষ্টা করছি বাংলা ছবিতে আধুনিক সব অ্যাকশন উপহার দিতে। এখনকার দর্শক যা আগে কখনো দেখেনি। আমি চাই দর্শক যেন আমার অ্যাকশন দেখে আমাকে আলাদা করে চিনতে পারে এবং তারা আমার অ্যাকশন দেখার জন্যই সিনেমা হলে আসে।’
