Connect with us

Jamjamat

এই হুমকির পরোয়া করি না: নুসরাত জাহান

টলিউড

এই হুমকির পরোয়া করি না: নুসরাত জাহান

হাতে ত্রিশূল। নাকে বড় নথ। জমকালো লাল শাড়িতে মা দুর্গার শক্তিকে এক ভিডিও শুটের মাধ্যমে তুলে ধরেছিলেন নুসরাত। নেটাগরিকদের একাংশ যেমন তাঁর প্রশংশায় পঞ্চমুখ, তেমনই আর এক অংশ নুসরাত জাহান এর দুর্গা সাজ নিয়ে তীব্র আপত্তি তুলেছেন। মহালয়ার দিন তাঁর দুর্গা সাজের লুক নিয়ে নায়িকা ইনস্টায় ট্রোলড হচ্ছেন!

কেউ লিখেছেন, নাম-টা নুসরাত জাহান না রেখে এখন থেকে নুসু দাস/ঘোষ/সেন রাখুন। কারও মতে, তোর মরণের সময় হয়ে এসেছে নিজের শরীর ঢেকে রাখ। মুসলিম মেয়ে হয়ে দুর্গার সাজ? কেউ বলছেন, মুসলিম হয়েও হাতে ত্রিশূল কেন? আবার কেউ লিখেছেন, আপনি হিন্দু নাকি মুসলিম তাই বুঝতে পারি না।

এদিকে রবিবার লন্ডনে উড়ে গিয়েছেন আগামী ছবি ‘স্বস্তিক সংকেত’র শুটে। কিন্তু শান্তিতে শুট করার জো নেই! গণমাধ্যমকে নুসরাত জানিয়েছেন, ‘এই হুমকির পরোয়া করি না। ছোট থেকে শিখেছি সব ধর্মকে সম্মান করতে। ধর্ম মানে মিলনক্ষেত্র। আমাদের দেশ সর্ব ধর্ম সমন্বয়ের দেশ। মানুষের জন্য কাজ করছি। এই সব মন্তব্য নিয়ে মাথা ঘামাবার সময় নেই।’

Click to comment

Leave a Reply

More in টলিউড

To Top