Connect with us

Jamjamat

৪ বছরে জয়, এবার দেখা হচ্ছে না দিদার সঙ্গে

চলচ্চিত্র

৪ বছরে জয়, এবার দেখা হচ্ছে না দিদার সঙ্গে

চিত্রনায়িকা অপু বিশ্বাসের ছেলে আব্রহাম খান জয়ের চতুর্থ জন্মদিন আজ। ২০১৬ সালের আজকের দিনে (২৭ সেপ্টেম্বর) কলকাতার একটি হাসপাতালে জয় জন্মগ্রহণ করেন। খোঁজ নিয়ে জানা গেছে, জয় বর্তমানে মায়ের সঙ্গে বগুড়ায় অবস্থান করছে। প্রতিবছর জয়ের জন্মদিন ঘিরে ব্যাপাক আয়োজন থাকলেও এবার কোনো আয়োজন থাকছে না। কারণ, গত ১৭ সেপ্টেম্বর মারা যান অপুর মা শেফালি বিশ্বাস। যার কারণে অপুর মন খারাপ।

এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘আজ আমার কলিজার টুকরো সন্তান আব্রাম খান জয়ের জন্মদিন। আপনারা সবাই জানেন এই মাসে আমি আমার মাকে হারিয়েছি। আমার জীবনের সবচেয়ে বেশি আপনজন এই দুইটি মানুষ। জয়ের গত জন্মদিনের অনুষ্ঠান গুলির আয়োজন আমার মা-ই করতেন। সবচেয়ে বেশি এক্সাইড থাকত জয়ের বার্থডের প্রোগ্রাম নিয়ে। মা; তুমি যেখানেই থাকো তুমি জয়ের জন্য আশীর্বাদ করো, তোমার আশীর্বাদে জয়কে যেনো আমি একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি।’

জয়কে উদ্দেশ্য করে অপু বলেন, ‘বাবা (জয়) এবার তোমার জন্মদিনের কোন আয়োজন-ই আমি করতে পারলাম না। তোমার দিদা তোমার পাশে নেই। আমরা আর কখনো তোমার দিদার দেখা পাবো না। আমি তোমার মা হিসেবে তোমাকে অনেক অনেক আশীর্বাদ করি, তোমার দিদার আশা পূরণ করে যেন আমি তোমাকে মানুষের মতো মানুষ করতে পারি।’

অপু তার ভক্তদের কাছে জয়ের জন্য আশীর্বাদ চেয়ে বলেন, ‘আপনারা যারা আমার জয়কে ভালবাসেন তারা সবাই জয়ের জন্য অনেক অনেক আশীর্বাদ করবেন। জয় যেন মানুষের মতো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে। এটাই হবে জয়ের জন্য এবারের জন্মদিনের অমূল্য উপহার।’

Click to comment

Leave a Reply

More in চলচ্চিত্র

To Top