সম্প্রতি নির্মিত হয়েছে ‘তোরে যত বাসি ভালো’ শিরোনামের গানের মিউজিক ভিডিও। প্রসেনজিৎ মন্ডলের কথায় গানে কন্ঠ দিয়েছেন দর্শকপ্রিয় সংগীতশিল্পী এফ এ সুমন ও মুনিয়া মুন। মাহফুজ ইমরানের সুরে সংগীত আয়োজন করেছেন লিটন। এতে প্রথমবার মডেল হয়েছেন চিত্রনায়ক সাইফ খান ও সাফা খান। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন।

সাইফ খান বলেন, ‘তোরে যত বাসি ভালো’ রোমান্টিক গানের মিউজিক ভিডিওটি পূবাইলের বিভিন্ন মনোরম লোকেশনে চিত্রায়ন হয়েছে। গানের কথাগুলো সুন্দর। সুমন ভাইয়ের গান মানে ভিন্ন কিছু। সাধারণত আমি মিউজিক ভিডিও করি না। গানের কথা গুলো ভালো লেগেছে বলে কাজটি করা। আশা করছি দর্শকের মিউজিক ভিডিওটি পছন্দ হবে।

সৌমিত্র ঘোষ ইমন বলেন, সাইফ-সাফা প্রথমবার জুটি হলেও বেশ ভালো করেছে। গানটি চমৎকার, দর্শকের পছন্দ হবে।

Leave a Reply