Connect with us

Jamjamat

‘গুলশানের চামেলী’র পোস্টারেই চমক

চলচ্চিত্র

‘গুলশানের চামেলী’র পোস্টারেই চমক

কারাগারে মধ্যে চেয়ারের সঙ্গে এক নারীকে বেঁধে রাখা হয়েছে। অন্ধকার চারপাশ। চেয়ারের পাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রক্ত। সৈকত নাসির পরিচালিত ‘গুলশানের চামেলী’ সিনেমার পোস্টারে এমন দৃশ্যই চোখে পড়লো। রহস্যঘেরা এ পোস্টার চমক তৈরি করেছেন সিনেমাপ্রেমীদের মাঝে। সোমবার এ পোস্টার প্রকাশ করেন নির্মাতা সৈকত নাসির। সিনেমাটি প্রযোজনা করছেন মোহাম্মদ ইকবাল।

ছবিটি নিয়ে তিনি বলেন, ‘গুলশানের চামেলী সিনেমা নিয়ে পরিকল্পনা অনেক আগের। তারই ধারাবাহিকতায় সিনেমার পোস্টার প্রকাশ করা হয়েছে। এটি একটি নারী প্রধান ছবি। এর নায়িকা এখনো ঠিক হয়নি। তবে জয়া আহসান ও স্বস্তিকার সঙ্গে প্রাথমিক কথা হয়েছে। তবে এখনো আনুষ্ঠানিকভাবে চুক্তি হয়নি। খুব শিগগির সব পাকাপাকি হবে।’

ছবিটি নিয়ে পরিচালক সৈকত নাসির বলেন, ‘গুলশানের চামেলী শুটিং নতুন বছরের জানুয়ারি থেকে শুরু করবো। এর মধ্যে প্রি-প্রোডাকশনের কাজ শেষ করবো। আগামী রোজার ঈদে এটি মুক্তির পরিকল্পনা রয়েছে। এ ছবির চিত্রনাট্য রচনা করছেন আবদুল্লাহ জহির বাবু্।’

Click to comment

Leave a Reply

More in চলচ্চিত্র

To Top