Connect with us

Jamjamat

অক্ষয় আমায় ইচ্ছে করে ব্যবহার করেছে: শিল্পা

বলিউড

অক্ষয় আমায় ইচ্ছে করে ব্যবহার করেছে: শিল্পা

রবীনা ট্যান্ডন, শিল্পা শেট্টি থেকে শুরু করে প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ সহ বহু অভিনেত্রীদের সঙ্গে নাম জড়িয়েছে অভিনেতা অক্ষয় কুমারের। বলিউডে তাকে ক্যাসানোভা হিসেবেই অনেকে চিনতেন। আবার সম্পর্কে ইতি টেনে মনও ভেঙেছেন তিনি। রবীনা ট্যান্ডন এর সঙ্গে বাগদান হয়েও বিচ্ছেদ হয়ে যায়। তারপরে রবিনা নাকি খুবই ভেঙে পড়েছিলেন। শিল্পা শেট্টির একই অভিজ্ঞতা হয়েছিল।

ভারতীয় সংবাদমাধ্যমের কাছে তিনি বলেন, অক্ষয় কুমার যে আসলে তার হৃদয়ের সঙ্গে খেলা করেছেন সেই বিষয়টি মেনে নিতেই তার খুব কষ্ট হয়েছিল। শিল্পার সঙ্গে থাকাকালীন নাকি অন্য আরেকটি সম্পর্কেও ছিলেন অক্ষয়। শিল্পা বলেছিলেন, আমি ভাবতেও পারিনি আমার সঙ্গে থাকাকালীন আরো একটি সম্পর্ক ছিল। অক্ষয় কুমার আমায় ইচ্ছে করে ব্যবহার করেছে এবং সময়মত অন্য আর একজনকে পেয়ে যাওয়ার পর আমায় ছেড়ে দিয়েছে।

শিল্পা আরও বলেছিলেন, আমি একমাত্র অক্ষয়ের বিষয় সত্যিই দুঃখ পেয়েছিলাম। কিন্তু আমি নিশ্চিত ও এই সমস্ত কিছু ফিরে পাবে। অতীত সহজে ভোলা যায় না। তবে আমি খুশি যে আমি খুব তাড়াতাড়ি এগিয়ে যেতে পেরেছি। আমি ওর সঙ্গে আর ভবিষ্যতে কোন দিন কাজ করবো না।

Click to comment

Leave a Reply

More in বলিউড

To Top