মিউজিক
বিরতি ভেঙ্গে ফিরলেন তৌসিফ
জনপ্রিয়তা থাকা সত্ত্বেও আলোচনার বাইরে ছিলেন তিনি। হঠাৎ করেই নিজেকে আড়াল করে নেন। তিনি একাধারে সঙ্গীতশিল্পী, কম্পোজার, সুরকার, গীতিকার, মিউজিক প্রোডিউসার ও সাউন্ড ইঞ্জিনিয়ার। বলছি সংগীত শিল্পী তৌসিফের কথা।
‘বৃষ্টি ঝরে যায়’ গান দিয়ে শুরু তার গানের ক্যারিয়ার। তারপর আর পিছু ফিরে তাকাতে হয়নি। ‘দূরে কোথাও’, ‘এক পলকে’, ‘আমারে ছাড়িয়া’, ‘উজানের ডেউ’সহ অজস্র জনপ্রিয় গান শ্রোতামহলে বেশ সমাদৃত এ গায়কের। দীর্ঘ বিরতি ভেঙ্গে আপন ভুবনে ফিরলেন তৌসিফ আহমেদ। ১৫ বছরের ক্যারিয়ারে চার বছর ধরেই অনিয়মিত তিনি। সর্বশেষ সোমবার ‘চোখে মেঘ জমেছে’ শিরোনামের একটি গান মুক্তি পেয়েছে তার। এ গান দিয়েই ফের সরব হলেন তিনি। নিয়মিত হবার পরিকল্পনা নিয়েই আগাচ্ছেন। খুব দ্রুত শ্রোতারা পুরানো তৌসিফকে ফিরে পাবেন বলে জানান।
জানা গেছে, তৌসিফের ‘চোখে মেঘ জমেছে’ গানের কথা লিখেছেন স্যামুয়েল হক। সুর করেছেন শিল্পী তৌসিফ নিজেই। সংগীতায়োজন করেছেন মার্সেল। ভিডিও নির্মাণ করেছেন মো. রাসেল। ভিডিওতে মডেল হয়েছেন জিয়ন ও আনিলা।
