Connect with us

Jamjamat

অনুদানের ছবিতে কোহিনুর

চলচ্চিত্র

অনুদানের ছবিতে কোহিনুর

অভিনেতা মঈনুদ্দিন আলম কোহিনুর। বর্তমানে অভিনয়ে ব্যস্ত তিনি। সম্প্রতি কবরী সরোয়ারের সরকারী অনুদানের ‘এই তুমি সেই তুমি’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। আগামী বুধবার ছবির দ্বিতীয় লটের চিত্রায়ন শুরু হবে রাজধানীর উত্তরায়। সমসাময়িক সামাজিক অসঙ্গতি নিয়ে নির্মিত ছবিতে কোহিনুর ‘আদু ভাই’ চরিত্রে অভিনয় করবেন। যে কিনা সন্তানের পিতা হওয়া সত্বেও এখনও কলেজের ছাত্র রাজনীতি নিয়ন্ত্রন করে। সন্ত্রাস চাঁদাবাজিসহ যে কোন কাজ নাই ঝামেলা করে না।

কোহিনুর এরইমধ্যে অংশ নিয়েছেন শাহীন সুমন পরিচালিত ‘মাফিয়া’ ওয়েব সিরিজে। এছাড়াও একুশে টেলিভিশনে চলতি ধারাবাহিক নাসির উদ্দিন মাসুদ পরিচালিত ‘সুলতান ভাই’। আগামী ৪ই অক্টোবর থেকে এটিএন বাংলায় প্রচার শুরু হবে মুরাদ পারভেজ পরিচালিত প্রতিদিনের ধারাবাহিক ‘স্মৃতির আল্পনা আঁকি’। সম্প্রতি শেষ করেছেন বঙ্গবন্ধুকে নিয়ে চলচ্চিত্র ‘চিরজীবি মুজিব’ ও জুয়েল ফারসীর চলচ্চিত্র ‘বড় ভালোবাসি’। আগামী দিনের পরিকল্পনা জানিয়ে কোহিনুর বলেন, সামনে ভালো কিছু কাজ করতে চাই। সেটা যে কোন চরিত্র হোক। কারণ আমি চরিত্র নির্ভর শিল্পী। তাই ভালো গল্প ও চরিত্রে কাজ করতে চাই।

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

More in চলচ্চিত্র

To Top