Connect with us

Jamjamat

বিটিভির স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের চিত্রগ্রাহক প্রশংসিত

অন্যান্য

বিটিভির স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের চিত্রগ্রাহক প্রশংসিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের অর্থায়নে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আমার বাবার নাম’। এটির কাহিনী, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা করেছেন এসএম হারুন উর রশীদ। চিত্রগ্রহন ও সম্পাদনার দাযিত্ব পালন করেন তরুণ চিত্রগ্রাহক ও সম্পাদক শিমন বড়ুয়া।

শনিবার বিটিভির ৩ নং স্টুডিওতে অনুষ্ঠিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির প্রিমিয়ার শোতে শিমন বড়ুয়ার কাজের প্রশংসা করেন সবাই। সেখানে উপস্থিত তথ্য সচিব কামরুন নাহার বলেন, ‘চলচ্চিত্র সেন্সর বোর্ডের সভাপতি হওয়ার সুবাদে আমার ছায়াছবি দেখা হয়, এই চলচ্চিত্রের চিত্রধারণ আমার ভালো লেগেছে।’

মুক্তিযুদ্ধের পর বঙ্গবন্ধুর দেশে ফেরার গল্প নিয়ে নিমির্ত স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র ‘আমার বাবার নাম’ এ অভিনয় করেছেন আবুল হায়াত, দিলারা জামান, সমু চৌধুরী, বিমল চন্দ্র ব্যানার্জী, জয় রাজ, শেখ বোরহান বাবু, স্বপন সিদ্দিকী, শ্যামল জাকারিয়া, নাইরুজ শিফাত, সাইফুল জার্নাল প্রমুখ।

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

More in অন্যান্য

To Top