Connect with us

Jamjamat

মনোজ-প্রভার ‘টেডি বিয়ার’

টেলিভিশন

মনোজ-প্রভার ‘টেডি বিয়ার’

ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনয়শিল্পী সাদিয়া জাহান প্রভা ও মনোজ প্রামাণিক সম্প্রতি জুটি হয়ে একটি একক নাটকে অভিনয় করেছেন। শিরোনাম ‘টেডি বিয়ার’। সাদেক সাব্বির এর রচনায় নাটকটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা আতিফ আসলাম বাবলু। আজ রাত ৮টায় নাটকটি আরটিভিতে প্রচার হবে। এতে আরও অভিনয় করেছেন বাসার বাপ্পি, নয়ন খান, পাপিয়া ইসলাম সহ অনেকে। নাটকটি প্রযোজনা করেছেন জিয়াউল হক মামুন।

এতে স্বামী-স্ত্রীর ভূমিকায় দেখা যাবে প্রভা ও মনোজকে। নাটকের দৃশ্যে একটা সময় দেখা যাবে, প্রেগন্যান্সি টেস্টে ধরা পড়ে প্রভা মা হতে চলেছে। এরপরই তাদের সংসারে ঝামেলা শুরু হয়। এক কথায় মুহূর্তেই তাদের সুখের সংসার তাসের ঘরের মতো ভাঙনে রূপ নেয়। এরপরই ঘটতে থাকে নানা ঘটনা।

Click to comment

Leave a Reply

More in টেলিভিশন

To Top