Connect with us

Jamjamat

অপূর্ব’র ‘ট্রল’

টেলিভিশন

অপূর্ব’র ‘ট্রল’

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। যিনি দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে অনবদ্য অভিনয় দিয়ে মাতিয়ে রেখেছেন দেশের শোবিজ অঙ্গন। তার নাটক-টেলিছবি মানেই দর্শকদের কাছে অন্যরকম কিছু। সম্প্রতি এ অভিনেতা একটি ওয়েব ফিল্মে কাজ করেছেন। শিরোনাম ‘ট্রল’। এটি রচনা করেছে স্বরুপ চন্দ্র দে। পরিচালনা করেছেন সঞ্জয় সমদ্দার। ওয়েব ফিল্মের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অপূর্বকে দেখা যাবে।

এতে আরও অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, তাসনিয়া ফারিন, রাশেদ জামান অপু, শাখাওয়ায়াত শিমুল সহ আরো অনেক। নির্মাতা জানান, ‘ট্রল’ একটা বিশুদ্ধ আবেগের গল্প। একটা সিরিয়াল কিলার। একের পর এক খুন। পুলিশের কাছে কোনো ক্লু নেই। বর্তমান সময়ের ট্রল নিয়ে প্রথমবারের মত বাংলাদেশে এই গল্প। খুব শীঘ্রই একটি ইউটিউব চ্যানেলে ওয়েব ফিল্মটি প্রচার করা হবে।

Click to comment

Leave a Reply

More in টেলিভিশন

To Top