টেলিভিশন
শাওন-টয়ার ‘পারমিশন’
Published on
ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনয়শিল্পী সৈয়দ জামান শাওন ও মুমতাহিনা টয়া সম্প্রতি জুটি হয়ে একটি একক নাটকে অভিনয় করেছেন। শিরোনাম ‘পারমিশন’। অয়ন চৌধুরীর রচনায় নাটকটি পরিচালনা করেছেন এস কে শুভ। আগামীকাল রাত ৯টায় নাটকটি মাছরাঙা টিভিতে প্রচার হবে।
নাটকের গল্পে দেখা যাবে,শাওন তার বাবার বন্ধুর বাড়িতে বেড়াতে আসেন। এসেই টয়ার মুখোমুখি হয়ে বিব্রতকর অবস্থায় পড়েন। টয়া খুব ঠোঁটকাটা স্বভাবের। বাড়িতে আগন্তুক শাওনকে দেখে একের পর এক প্রশ্নবাণে জর্জরিত করেন টয়া। শেষে টয়ার মা এসে শাওনকে রক্ষা করেন। এরপর নানা নাটকীয়তার মধ্য দিয়ে এগিয়েছে গল্প।
Continue Reading
Related Topics:মুমতাহিনা টয়া, সৈয়দ জামান শাওন

Click to comment