Connect with us

Jamjamat

তৌসিফ-সাফার ‘আমি খুব বিরক্ত’

টেলিভিশন

তৌসিফ-সাফার ‘আমি খুব বিরক্ত’

বর্তমান সময়ে টিভি নাটকের তরুণ অভিনয়শিল্পীদের মধ্যে অন্যতম তৌসিফ মাহবুব ও সাফা কবির। সম্প্রতি এ জুটি নতুন একটি নাটকে অভিনয় করেছেন। শিরোনাম ‘আমি খুব বিরক্ত’। শফিকুর রহমান শান্তনুর রচনায় এটি পরিচালনা করেছেন জাকিউল ইসলাম রিপন। নাটকে তৌসিফের চরিত্রের নাম সাজিদ। আর সাফা কবিরের রূপন্তী।

গল্পে দেখা যাবে, সাজিদকে নিয়ে সমস্যার অন্ত নেই। বিরূপ আচরণের কারণে পরিবারের সদস্যদের পাশাপাশি বন্ধু-বান্ধব এবং আত্মীয়স্বজনরাও তার প্রতি বিরক্ত। এদের সঙ্গে সাজিদের প্রেমিকা রূপন্তীও মহাবিরক্ত। মোট কথা, কেউই তাকে নিয়ে স্বস্তিতে নেই। হঠাৎ করেই একটি অনাকাক্সিক্ষত ঘটনায় প্রেমিকা রূপন্তীর সঙ্গে তার দ্বন্দ্বের সৃষ্টি হয়। এরপর থেকে ঘটতে থাকে নানা ঘটনা।

এতে অভিনয় প্রসঙ্গে সাফা কবির বলেন, ‘কোরবানি ঈদের পর আর কোনো কাজ করিনি। এ নাটক দিয়ে শুটিংয়ে ফিরেছি। গল্পের পাশাপাশি এতে আমার চরিত্রটিও বেশ গুরুত্বপূর্ণ। অনেকদিন পর একটি ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছি। আশা করছি, নাটকটি দর্শকের ভালো লাগবে।’

তৌসিফ বলেন, ‘সমাজের সমসাময়িক একটি ঘটনাকেই এ নাটকে তুলে ধরার প্রয়াস চালিয়েছেন নাট্যকার। আশা করছি, নাটকটি উপভোগ্য হবে।’

নাটকটি শিগগিরই একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতা জানিয়েছেন।

Click to comment

Leave a Reply

More in টেলিভিশন

To Top