Connect with us

Jamjamat

আমান-ঊর্মিলা’র ‘পরিণতি’

টেলিভিশন

আমান-ঊর্মিলা’র ‘পরিণতি’

অপরাধ ও রহস্য সমাধান বিষয়ক গল্পে আরটিভির চলতি ধারাবাহিক নাটক ‘সময়ের গল্প’। প্রতি পর্বে রয়েছে প্রতিটি ভিন্ন ভিন্ন অপরাধ, রহস্য ও সমাধানের গল্প। প্রতিটি পর্বের ঘটনাগুলোকে চিত্রনাট্য করছেন ভিন্ন ভিন্ন চিত্রনাট্যকার। পাশাপাশি অভিনয় শিল্পীদের পরিবর্তনও রয়েছে। প্রতি রবি ও সোমবার রাত ৮:১০ মিনিটে নাটকটি প্রচার হয়।

আজকের পর্বের নাম ‘পরিণতি’। প্রচারিত হবে সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টা ১০ মিনিটে। এই পর্বটির চিত্রনাট্য লিখেছেন মনিরুজ্জামান মনি। অভিনয় করেছেন চিত্রনায়ক আমান রেজা, ঊর্মিলা শ্রাবন্তী কর সহ আরও অনেকে।

পরিচালনা করছেন তপু খান। পাশাপাশি পর্ব পরিচালনা পর্ষদে আছেন আরো কয়েকজন মেধাবী নির্মাতা। তাদের মধ্যে রয়েছেন আনিসুর রহমান রাজিব, সাইফুল আলম শামীম, মাহাদি শাওন আদনান।

Click to comment

Leave a Reply

More in টেলিভিশন

To Top