চলচ্চিত্র
অনুদানের ছবিতে সুমিত
Published on
২০১৯-২০ অর্থবছরে পূর্ণদৈর্ঘ্য বিভাগে ৫০ লাখ টাকা অনুদান পেয়েছে ‘ছায়াবৃক্ষ’। অনুপম কুমার বড়ুয়ার প্রযোজনায় ছবিটি পরিচালনা করবেন বন্ধন বিশ্বাস। এই ছবির জন্য অভিনয়শিল্পী চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে। সেই পরিপ্রেক্ষিতে এবার যুক্ত হলেন অভিনেতা সুমিত সেনগুপ্ত। ‘ছায়াবৃক্ষ’র কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য তানভীর আহমেদ সিডনির লেখা। এর গল্প চা শ্রমিকদের জীবনের সুখ, দুঃখ, হাসি, কান্না নিয়ে। এর আগেও অনুপম কথাচিত্রের ব্যানারে ‘বান্ধব’ শিরোনামের একটি ছবিতে কাজ করেছেন সুমিত। বর্তমানে ছবিটি মুক্তির অপেক্ষায় আছে।
এর আগে ছবিটিতে যুক্ত হয়েছেন বড়দা মিঠু। তিনি প্রধান একটি চরিত্রে অভিনয় করবেন। ছবিটিতে আরও অভিনয় করছেন সুষ্মি, ইকবাল আহমেদ সহ অনেক চেনামুখ। অনুপম কথাচিত্রের ব্যানারে আগামী মাসেই ছবিটির শুটিং শুরু হবে।
Continue Reading
Related Topics:সুমিত সেনগুপ্ত
Click to comment