Connect with us

Jamjamat

১০ বছর জেল হতে পারে রিয়ার!

বলিউড

১০ বছর জেল হতে পারে রিয়ার!

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার ঘটনায় তিন দিন জেরার পরে অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তীকে গ্রেপ্তার করে নারকোটিক্স কন্ট্রোল বুরো (এনসিবি)। রিয়ার বিরুদ্ধে দাখিল করা চার্জশিটে প্রয়াত অভিনেতাকে মাদক জোগানের অভিযোগ এনেছে সংস্থাটি। যা প্রমাণিত হলে দশ বছর পর্যন্ত জেল হতে পারে তাঁর। তবে রিয়া নিজেও মাদক সেবন করতেন, এ রকম কোনও উল্লেখ আজ এনসিবি-র করা রিম্যান্ড অ্যাপ্লিকেশনে নেই। গ্রেফতারের পরে রাতে রিয়াকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।

গত শুক্রবার এনসিবি গ্রেফতার করেছিল রিয়ার ভাই শৌভিক চক্রবর্তীকে। তার পরেই রিয়াকে জিজ্ঞাসাবাদ শুরু করে এনসিবি। পর পর তিন দিন ধরে চলে জিজ্ঞাসাবাদ। এনসিবি-র দাবি, আজ শৌভিককে সামনে বসিয়ে জিজ্ঞাসাবাদ করতেই ভেঙে পড়েন রিয়া। কবুল করে নেন, সুশান্তের জন্য মারিহুয়ানা-সহ নানা ধরনের মাদক জোগাড় করতেন তিনি।

Click to comment

Leave a Reply

More in বলিউড

To Top