চলচ্চিত্র
চিরতরে বন্ধ হয়ে যাচ্ছে বসুন্ধরার স্টার সিনেপ্লেক্স
চিরতরে বন্ধ হয়ে যাচ্ছে বসুন্ধরা সিটি শাপিংমলে অবস্থিত স্টার সিনেপ্লেক্স। অক্টোবর ২০২০ সাল পর্যন্ত চুক্তি ছিল স্টার সিনেপ্লেক্সের। এবার সেটি আর নবায়ন হচ্ছে না। ২০০৪ সালের ৮ অক্টোবর আনুষ্ঠানিক যাত্রা শুরু করার পর থেকে এখন পর্যন্ত তিন শতাধিক বাংলা চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে হলটিতে।
বন্ধ হওয়ার কারণ প্রসঙ্গে মাল্টিপ্লেক্সটির জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘আমরা বসুন্ধরা সিটি কর্তৃপক্ষ থেকে ভাড়া নিয়ে এখানে স্টার সিনেপ্লেক্সের শাখাটি চালাচ্ছিলাম। কিছুদিন আগে বসুন্ধরা সিটি কর্তৃপক্ষ আমাদের চিঠির মাধ্যমে জায়গাটি ছেড়ে দেয়ার কথা জানিয়েছে। তাই জায়গাটি ছেড়ে দিয়ে শাখাটি বন্ধ করে দিচ্ছি আমরা।’
দেশে মাল্টিপ্লেক্সে দর্শকদের সিনেমা দেখার অভ্যস গড়ে তোলে স্টার সিনেপ্লেক্স। বসুন্ধরা সিটিতে প্রথম যাত্রা করলেও পরবর্তীতে জিগাতলার সীমান্ত স্কয়ার ও মহাখালীতে দুটি শাখা চালু হয়। পর্যায়ক্রমে সারা দেশে শতাধিক সিনেপ্লেক্স করারও ঘোষণা দেয় স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। কিন্তু চালু হওয়ার ১৬ বছরের মাথায় এসে বন্ধ হয়ে গেলো শাখাটি।
