Connect with us

Jamjamat

একক নাটক ‘তমা’

টেলিভিশন

একক নাটক ‘তমা’

গল্পের নায়িকা তমা ধনী বাবা মায়ের একমাত্র সন্তান। একটা দুর্ঘটনায় বাবা মা মারা যায়। সেই থেকে তমা একা। বাবার রেখে যাওয়া বিশাল ধন সম্পত্তির মালিক সে। ব্যাংক এ্যাকাউন্টে এবং বিষয় সম্পত্তি যা রেখে গেছেন তা এক জীবনে বসে খেয়েও শেষ করতে পারবে না তমা। কিন্তু বিধি বাম। আজ প্রায় পাঁচ বছর আগে ধরা পড়ে তার ক্যান্সার। হয়ত বাঁচবে আর কয়েক মাস। বাসায় বসে বিলেত ফেরৎ ডাক্তার রাব্বির চিকিৎসা নিচ্ছে। দীর্ঘ প্রায় পাঁচ বছর পর রাফি বিদেশ থেকে ঢাকায় এসে দীর্ঘদিনের বান্ধবী তমাকে দেখতে আসে। এই দীর্ঘ পাঁচ বছর তার সাথে তমার কোন যোগাযোগ ছিল না।

মানে সংসার জীবনের টানাপোড়েনের মাঝে রাফিই যোগাযোগ করতে পারিনি তমার সাথে। তাই দেশে ফিরে আজ দেখা করতে এসেছে তার যৌবনকালের বান্ধবী তমার সাথে। কিন্তু বাসায় এসে খবর দিলেও তমা নিচে আসে না। উপরন্ত কেয়ারটেকার এসে জানায় তাকে উপরে যেতে বলেছে ম্যাডাম। রাফি খুব মনক্ষুন্ন হয়। রাফি কি উপরে গিয়ে তমার সাথে দেখা করবে? নাকি চলে যাবে? জানতে হলে দেখতে হবে নাটকটি। জীবনানন্দ দাশের ‘তমা’ গল্পে নাট্যরুপ দিয়েছেন মোবারক হোসেন। নাটকে তমা চরিত্রে অভিনয় করেছেন মানসী প্রকৃতি ও রাফি চরিত্রে মনোজ প্রামাণিক। জানা গেছে খুব শীঘ্রই নাটকটি একটি বেসরকারি টেলিভিশনে প্রচার হবে।

Click to comment

Leave a Reply

More in টেলিভিশন

To Top