টেলিভিশন
আলমগীর-শাবানা’র চরিত্রে আশিক-হিমি
আশিক চৌধুরী একাধারে একজন চিত্রনায়ক, নাট্যাভিনেতা, মুকাভিনেতা ও মঞ্চাভিনেতা। যদিও এখন সিনেমার চেয়ে টিভি নাটকে অভিনয়ে বেশি ব্যস্ততা। ভালো গল্প ও চরিত্র পেলে চলচ্চিত্রেও দেখা যায় তাকে। অন্যদিকে মডেল-অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি ছোটবেলা থেকে গান, নাচ, আবৃত্তি নিয়ে নিজেকে তৈরি করলেও বর্তমানে মডেলিং ও অভিনয় নিয়ে তার ব্যস্ততা। পাশাপাশি নাচটাকেও নিয়মিত চর্চা করে যাচ্ছেন হিমি। সম্প্রতি আশিক ও হিমি জুটি বাঁধলেন। ‘একটি শর্ত আছে’ নাটকে তাদের জুটি হিসেবে দেখা যাবে। মির্জা রাকিবের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আদিত্য জনি।
নাটকের গল্পটি বাংলা চলচ্চিত্রর কিংবদন্তী নায়ক রাজ রাজ্জাক, আলমগীর ও শাবানাকে কেন্দ্র করে। এ প্রসঙ্গে আশিক চৌধুরী বলেন, ‘নাটকের গল্পটি বেশ মজার। তিনজনের বাবা মায়ের স্বপ্ন তাদের ছেলে বড় হলে নাম রাখবেন রাজ্জাক আর অন্য জনের নাম হবে আলমগীর আর মেয়ে হলে নাম রাখবেন শাবানা। নাটকটি করে অনেক ভালো লেগেছে।’
তিনি বলেন, ‘ছোট বেলা থেকে আলমগীর স্যারের অভিনয় দেখে খুব মুগ্ধ। তার অনেক জনপ্রিয় ছবি ভাত দে, মায়ের দোয়া, দোলনা। আর আমাকে যখন বলা হলো আলমগীর সাহেবের চরিত্রটি করতে হবে। তার মতো চুল পোশাক পরতে হবে, তার মতো অভিনয় করতে হবে। আসলে তার মতো তো সম্ভব না। তবুও আমি চেষ্টা করেছি ছোট ছোট চরিত্রগুলো ফুঁটিয়ে তুলতে। অনেক দিন পরে হিমির সাথে অভিনয় করেছি। এটি হিমির সাথে আমার দ্বিতীয় কাজ। খুব শীঘ্রই নাটকটি নাগরিক টিভিতে প্রচার হবে।’
