Connect with us

Jamjamat

জুটি বাঁধলেন শাওন-প্রকৃতি

টেলিভিশন

জুটি বাঁধলেন শাওন-প্রকৃতি

জিশান-জিনিয়া জোড়া কবুতর। জিনিয়ার বাবা বিদেশে থাকে। দেশে এলেই তাদের বিয়েটা হবে। কিন্তু জিশানের ভেতরে সন্দেহের ভূত ঢুকিয়ে দেয় পাভেল। বলে-বিয়ে করার আগে মেয়েটাকে একটু বাজিয়ে দেখ, অন্য আর কারো সাথেও তার সম্পর্ক আছে কি না। বলা যায় না, অনেকেরই থাকে এ রকম। বিয়ের পর সেটা ধরা পড়ে। তখন আর কিছু করার থাকে না। জীবনটা একবারে নরক হয়ে ওঠে। জিশান ঝিম ধরে যায়। পাভেলের কথা উড়িয়ে দিতে পারে না। দুজনে মিলে ঠিক করে, জিশান নিজেই জিনিয়াকে একটু বাজিয়ে দেখবে। অন্যকে দিয়ে বাজাতে ভরসা পায় না। শেষে সর্বনাশ হয় যদি। জিশান অন্য নতুন একটা নম্বর থেকে আমেরিকা প্রবাসী শিপন চৌধুরী পরিচয়ে রাতে কথা বলা শুরু করে।

কিন্তু অবাক হয়ে যায় জিশান। জিনিয়া আমেরিকা প্রবাসী শিপন চৌধুরীর প্রেমে পড়ে যায়। কিন্তু জিনিয়া যত বারই আমেরিকা প্রবাসী শিপন চৌধুরীর সাথে দেখা করতে যায়, ততবারই দেখা হয়ে যায় জিশানের সাথে। আমেরিকা প্রবাসী শিপন চৌধুরীর সাথে জিনিয়া দেখা করার জন্য মরিয়া হয়ে ওঠে, কিন্তু সামনে এসে দাঁড়ায় জিশান। জিশান বুঝে যায় জিনিয়া আর জিনিয়া নেই, তাই সে আমেরিকা প্রবাসী শিপন চৌধুরীর খোলস থেকে বেরিয়ে আসতে চায়। কিন্তু কীভাবে? এমনি একটি গল্প নিয়ে আশরাফুজ্জামান বাবুর রচনা ও মনজুরুল হক মনজুর পরিচালনায় নাটক ‘দারুণ অফার’। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাইদ জামান শাওন, মানসী প্রকৃতি সহ আরও অনেকে। জানা গেছে, খুব শীঘ্রই একটি বেসরকারি টেলিভিশনে নাটকটি প্রচার হবে।

Click to comment

Leave a Reply

More in টেলিভিশন

To Top