Connect with us

Jamjamat

‘সোলমেট’- এ বিপাশা-জন

চলচ্চিত্র

‘সোলমেট’- এ বিপাশা-জন

রোমান্টিক থ্রিলারধর্মী ওয়েব ফিল্ম ‘সোলমেট’-এ চুক্তিবদ্ধ হলেন চিত্রনায়িকা বিপাশা কবির, চিত্রনায়ক সাঞ্জু জন, ঢাকা অ্যাটাক খ্যাত অভিনেতা তাসকিন ও অভিনেতা শিমুল খান। ওয়েব ফিল্মটির মূল ভাবনা পরিচালক বাপ্পি খানের, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অনামিকা মণ্ডল। আগামী মাসের প্রথম সপ্তাহে শুটিং শুরু হবে। ঢাকা, গাজীপুর ও সিলেটের বিভিন্ন লোকেশনে ফিল্মটির শুটিং হবে।

ওয়েব ফিল্ম সম্পর্কে জানতে চাইলে পরিচালক বলেন, ‘যেহেতু এটা আমার প্রথম ওয়েব ফিল্ম সুতরাং এই প্রজেক্টে আমি আমার সর্বোচ্চটা দেয়ারই চেষ্টা করছি। তাই শুরু থেকেই গল্প নিয়ে অনেকটা সময় দিয়েছি। প্রথম যেকোন কিছুর জন্যই অন্যরকম এক্সাইটমেন্ট কাজ করে তাই আমি মুখিয়ে আছি কাজটা শুরু করার জন্য। যাদের কাস্টিং করেছি বিপাশা কবির, সঞ্জু জন, তাসকিন আহমেদ, শিমুল খান প্রত্যেকেই ভালো অভিনেতা। প্রত্যেকেই গল্প নিয়ে তাদের সন্তুষ্টি প্রকাশ করেছে। সত্যি বলতে এ ধরনের গল্প নিয়ে আগে এখানে কাজ হয়নি। আশা করছি দর্শকরা খুব ভালো কিছু পাবে।’

বিপাশা কবির বলেন, ‘গল্প ও স্ক্রিপ্ট অত্যন্ত স্ট্রং যেটা পড়ার পর আমি একবাক্যে কাজটা করতে রাজি হয়ে যাই। গল্পে আমার চরিত্রের নাম মাহা। শুধু আমার চরিত্রটিই নয় স্ক্রিপ্টে প্রত্যেকটি চরিত্রকে গুরুত্ব দিয়ে উপস্থাপন করা হয়েছে। প্রতি সিকোয়েন্সে সিকোয়েন্সে সাসপেন্স। প্রতিটি দৃশ্য পড়ার সময়ই মনে হয়েছে সামনে কি চমক আসতে যাচ্ছে। পরিচালক বাপ্পির সাথে এটা আমার প্রথম কাজ তবে তার অন্যান্য কাজ আমি দেখেছি। তিনি একজন তরুণ সম্ভাবনাময় পরিচালক। আশা করছি দর্শক এই ফিল্মে আমাকে ভিন্নভাবে পাবে।’

Click to comment

Leave a Reply

More in চলচ্চিত্র

To Top