এ প্রজন্মের অভিনয় শিল্পী জুঁই জান্নাত। কাজ করছেন ছোটপর্দায়। এই ঈদে কোন নাটকে কাজ না করলেও ঈদের পর ব্যস্ত হয়েছেন তিনি। এরইমধ্যে শেষ করেছেন বিটিভির একটি সিরিয়ালের কাজ নিয়াজ মাহবুব ‘সত্য পুরের নিত্য দিন’। একুশে টেলিভিশনের চলতি ধারাবাহিক সোহেল তালুকদার পরিচালিত ‘ভ্যাজাইল্লা গ্রাম’। এছাড়াও ব্যস্ত আছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও বিজ্ঞাপন নিয়ে।
আগামী দিনের পরিকল্পনা জানিয়ে জুঁই জমজমাটকে বলেন, ‘আগামীতে ভালো কিছু কাজ করতে চাই। যে কোন চরিত্রে নিজেকে মেলে ধরার জন্য প্রস্তুত আছি। আমি চরিত্র নির্ভর শিল্পী। তাই সব সময় ভালো গল্প ও চরিত্রে কাজ করার আগ্রহ। চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে চাই।’