Connect with us

Jamjamat

মিউজিক ভিডিও ‘ছলনাময়ী কন্যা’

মিউজিক

মিউজিক ভিডিও ‘ছলনাময়ী কন্যা’

সম্প্রতি পূবাইলের মেঘলা শুটিং হাউজ ও গাজীপুরের বিভিন্ন লোকেশনে নির্মিত হয়েছে মিউজিক ভিডিও ‘ছলনাময়ী কন্যা’। আরেফিন মোস্তফা’র কথায় গানটিতে কণ্ঠ দিয়েছেন সালমান মাহমুদুল। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন তরুণ নির্মাতা এম রানা সিদ্দিক। গ্রামীন লোকেশনে নির্মিত মিউজিক ভিডিওটিতে মডেল হয়েছেন ম্যাক মুকুল, মানতাসা মীম ও অরন্য জিয়া। মিউজিক ভিডিওটিতে চিত্রগ্রাহক হিসেবে ছিলেন শেখ সাদী।

গান প্রসঙ্গে গীতিকার আরেফিন মোস্তফা বলেন, ‘এটি আমার ১১৯ তম গান। এর আগে আমার ৩-৪ টি গান প্রকাশ হয়েছে। এই গানটি আশা করি দর্শক হ্নদয়ে জায়গা করে নিবে। শ্রোতাদের ভালবাসা পেলে লেখা অব্যাহত থাকবে।’

মীম বলেন, ‘গানটিতে আমি একজন ছলনাময়ী কন্যা চরিত্রে অভিনয় করেছি। ব্যাক্তিগত ভাবে গানটি আমার খুব ভালো লেগেছে। যদিও বৃষ্টি একটু শুটে সমস্যা করেছিলো তারপরও রানা সিদ্দিক ভাইয়ের গোছানো ডিরেকশনে সুন্দর ভাবে কাজটি শেষ করেছি। আশা করি মিউজিক ভিডিওটি সবার ভালো লাগবে।’

ম্যাক মুকুল বলেন, ‘প্রথমেই সাইট্রাস ক্রিয়েশনকে ধন্যবাদ জানাই মিউজিক ভিডিওটিতে আমাকে মডেল হিসেবে নির্বাচন করার জন্য। খুব আনন্দের সাথে কাজটি করেছি। গানের কথাগুলো চমৎকার ছিলো। সব মিলে আমি খুবই এক্সাইটেড।’

নির্মাতা সূত্রে জানা গেছে, খুব শীঘ্রই সাইট্রাস ক্রিয়েশনস ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিওটি মুক্তি পাবে।

Click to comment

Leave a Reply

More in মিউজিক

To Top