Connect with us

Jamjamat

নিরব-ইমন’র অতিথি মৌসুমী

তারকা কথন

নিরব-ইমন’র অতিথি মৌসুমী

চিত্রতারকা নিরব ও ইমন এলেন উপস্থাপনায়। তাদের উপস্থাপনায় লাইভ টেকনোলজিসের লাইভ রেডিও অনুষ্ঠান লাইভ রেডিও’র এক ঘণ্টা। এই আয়োজনে উপস্থাপক হিসেবে রয়েছেন দুই বন্ধু। ঈদের দিন চিত্রনায়ক শাকিব খানকে সঙ্গে নিয়ে যাত্রা হয় অনুষ্ঠানটির। এরপর থেকে প্রতিনিয়তই চমক নিয়ে হাজির হচ্ছেন নিরব-ইমন। আসিফ আকবর, পূর্ণিমা, ফেরদৌস, মিশা সওদাগর, মেহজাবীনের মতো তারকাদের উপস্থিতিতে প্রতি পর্বে গল্প-আড্ডায় উঠে এসেছে মজার মজার অজানা সব তথ্য।

সেই ধারাবাহিকতায় আজকের (২৪ আগস্ট) পর্বের অতিথি প্রিয়দর্শনী মৌসুমী। আজ রাত ৮টায় তাদের আড্ডায় উপস্থিত হয়ে তিনি জানাবেন নিজের জীবনের অনেক অজানা গল্প। দর্শকদের শোনাবেন তার অভিনয় ক্যারিয়ারের নানা চমকপ্রদ গল্প।

Click to comment

Leave a Reply

More in তারকা কথন

To Top