Connect with us

Jamjamat

থমকে যাওয়া পৃথিবী করোনা জয় করে সচল হতে শুরু করেছে: ন্যান্সি

মিউজিক

থমকে যাওয়া পৃথিবী করোনা জয় করে সচল হতে শুরু করেছে: ন্যান্সি

একজন সঙ্গীত শিল্পী যার প্রধান প্রতিভা কণ্ঠের কারুকাজ। তেমনি একজন প্রতিভাবন কন্ঠশিল্পী নাজমুন মুনীরা ন্যান্সি। দেশের বর্তমান প্রজন্মের জনপ্রিয় গায়িকা তিনি। তার গান মানেই হৃদয় দোলা দেয়া সব অনুভূতিদের নাচন। শ্রোতাপ্রিয় এই গায়িকা চলচ্চিত্র এবং অডিও; দুই ভুবনেই সমানতালে জনপ্রিয়তা নিয়ে গান গেয়ে চলছেন। সম্প্রতি ন্যান্সি নতুন একটি গানে কন্ঠ দিয়েছেন। শিরোনাম ‘ভুল নাম’। এরইমধ্যে সংগীত পরিচালক রাজন সাহার স্টুডিওতে গানটি রেকর্ড করা হয়। ইসতিয়াক আহমেদ এর কথায় সুর ও সংগীত আয়োজনে ছিলেন রাজন সাহা।

নতুন গান নিয়ে ন্যান্সি বলেন, ‘সবার মতো করোনার কারণে দীর্ঘ দিন ঘরবন্দি ছিলাম। সারা পৃথিবী করোনার কারণে থমকে যায়। থমকে যাওয়া পৃথিবী করোনা জয় করে সচল হতে শুরু করেছে। এ দেশের মানুষও ঘরের বাইরে গিয়ে কাজ করছেন। এটা দেখেই স্বাস্থ্যবিধি মেনে কাজে ফিরলাম। গানের সুর আমার কাছে ভালো লেগেছে। আশা করছি শ্রোতারাও গানটি পছন্দ করবে। শীঘ্রই ‘ভুল নাম’ গানটি ড্রিম ক্যান্টিনের ব্যানারে প্রকাশ পাবে।’

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

More in মিউজিক

To Top